প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছাত্রলীগের সাবেক সম্পাদক
ঝালকাঠি সদর উপজেলার অন্তর্ভুক্ত ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ছাত্রলীগের সেক্রেটারি বহিষ্কৃত চেয়ারম্যানের একান্তভাজন যুবলীগ নেতা তাজুল ইসলামকে।
ঝালকাঠি সদর উপজেলার অন্তর্ভুক্ত ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন নথুল্লাবাদ ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বহিষ্কৃত চেয়ারম্যানের একান্তভাজন যুবলীগ নেতা ৪নং বাড়ৈয়ারা ওয়ার্ডের ইউপি সদস্য তাজুল ইসলাম।
গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঝালকাঠি সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য নাম জারি করা হয়। নির্দেশনার পর থেকে জনসাধারণের ভেতরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সেচ্ছাসেবক দলের এক যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করে বলেন, তাজুল ইসলামের বাড়ি বাড়ৈয়ারা গ্রামে এবং ইউনিয়ন বিএনপির সভাপতির বাড়ি একই গ্রামে। সূচনা লগ্ন থেকে তিনি তার বংশের লোকজনকে বিএনপির সনদ দিয়ে আসছেন এবং তার নিজ গ্রামের হওয়ার কারণে তাজুল ইসলামকে প্যানেল চেয়ারম্যান বানাতে সহায়তা করেন। ইউনিয়ন সভাপতি ৫ আগস্টের আগে ইউনিয়নে তৎপর না থাকলেও এর পরবর্তী সময়ে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছেন। একদিকে স্বেচ্ছাসেবক দলের একজন সাবেক জেলার নেতার পরামর্শে ইউনিয়নের বিভিন্ন লিস্ট করছেন এবং একজন ফর্মার মাধ্যমে ডিল করছেন।
অন্য একজন প্রবীণ রাজনৈতিক নেতা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ইউনিয়নে সব কিছুতেই আওয়ামী লীগের একক আধিপত্য ছিল। চেয়ারম্যানের একক ক্ষমতা বলে ইউপি মেম্বারদের নির্বাচিত করে নেন। যারা ইউপি সদস্য রয়েছেন তাদের ৭ জনই সরাসরি আওয়ামী লীগের পোস্টেড। সেই সাথে ঝালকাঠিতে ছাত্র-জনতার উপর সরকারি হামলায় এই সকল ইউপি সদস্য অংশ নেন। তারপরেও কোন এক ছায়া লবিংয়ের মাধ্যমে এই ছাত্রলীগ নেতা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
সত্যতা বিচারে ছাত্রদলের স্থানীয় এক সভাপতি বলেন, একাধিক সময় চেয়ারম্যান জাহাঙ্গীর সরদারের বাসা থেকে রাত্রিকালীন মিটিং শেষ করতে এবং জাহাঙ্গীর সরদারকে মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরতে দেখা গিয়েছে বিএনপি সভাপতিকে। তাজুল ইসলামকে প্যানেল চেয়ারম্যান করায় তার সুপারিশ থাকতে পারে বলে আমরা ধারণা করি।
যুবদলের এক নেতা জানান, এতো রক্তের উপরে দাঁড়িয়ে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয় তবে প্রতিটি শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। অবশ্যই প্রশাসনের এই ব্যাপারে সজাগ থাকা উচিত। সেই সাথে আমরা ইউনিয়ন বিএনপির সংস্কার দাবি জানাই। দ্রুত পদক্ষেপ না নিলে ইউনিয়নে ব্যাপক ক্ষোভের বিস্ফোরণ হয়ে যাবার সম্ভাবনা রয়ে যায় যা আমাদের সংগঠনকে প্রশ্নবিদ্ধ করবে।
উল্লেখ্য, মো. তাজুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ১০ নং নথুল্লাবাদ ইউনিয়ন ছাত্রলীগ। বর্তমান যুবলীগ নেতা এবং ৪নং বাড়ৈয়ারা ওয়ার্ডের ইউপি মেম্বার।