০৭ অক্টোবর ২০২৪, ১২:১৩

টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু  © প্রতীকী ছবি

ছেলের লাঠির আঘাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধ বাবার। এ ঘটনার পর ছেলেকে আটক করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া গ্রামে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

ছেলের হাতে নিহত ওই বৃদ্ধের নাম জাহেদ আলী (৬৫)। তিনি নেত্রকোনার লেপসিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম জুয়েল মিয়া (২৮)। 

নেত্রকোনার খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় বৃদ্ধ জাহেদ আলী বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকার সময় ছেলে জুয়েল তার বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ওই বৃদ্ধ।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং ছেলে জুয়েল মিয়াকে আটক করা হয়েছে। বৃদ্ধের মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মকবুল হোসেন।