০৭ অক্টোবর ২০২৪, ১২:১৫

সতর্ক না করেই ভারত পানি ছাড়ায় ভয়াবহ বন্যা: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান  © বিবিসি বাংলা

অতি বৃষ্টি এবং সতর্ক না করেই উজান থেকে ভারত পানি ছেড়ে দেওয়ায় ময়মনসিংহ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উজান ও ভাটির দেশগুলোর ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

জলবায়ু বিষয়ক প্রকল্প অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাকটিস (কপ) নেটওয়ার্ক কনভেনশনে এসব কথা বলেছেন উপদেষ্টা। রোববার এ আয়োজনে রিজওয়ানা হাসান বলেন, ‘ইতোমধ্যে বন্যা চলে গেল, কিন্তু পানি কমে না। এর কারণ হচ্ছে, সমুদ্র থেকে জোয়ার আসে। এদিকে খাল-বিল ভরাট করে ফেলা হয়েছে, এজন্য বন্যার পানি নামার উপায় নেই।’

আরো পড়ুন: এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হবে কবে, যা জানা গেল

শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও জামালপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী ভুগাই, নীল জিঞ্জিরাম ও কংস নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ তিন নদীর তীরে শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা জেলা। ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাও বন্যায় প্লাবিত হয়েছে।