পাঠ্যবইয়ে মহানবী (স) এর জীবনী তুলে ধরার দাবি ঢাকা টিটিসির শিক্ষার্থীদের

পাঠ্যবইয়ে মহানবী হযরত মুহাম্মদ (স) এর জীবনী তুলে ধরার দাবি জানিয়েছেন ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে মহানবী হযরত মুহাম্মদ (স)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানান তারা।
সমাবেশে ছাত্ররা বলেন, গত আগস্ট মাসে রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন করেছেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এ দু’জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবী (স) কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাই।
তাছাড়া পাঠ্যবইয়ে ও সিলেবাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী তুলে ধরার দাবি জানান শিক্ষার্থীরা।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, পদ ১১৮, আবেদন আগামীকালের মধ্যেই

৫ দাবিতে এনটিআরসিএ কার্যালয়ের সামনে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ

আবিপ্রবিতে স্থায়ী রূপ পেলো বাংলাদেশের প্রথম ‘জুলাই-স্তম্ভ’
