রাতেই শেরপুরে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা সদরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চলের অন্তত দেড়শ গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিবারের ন্যায় এবারও বন্যাকবলিত মানুষের দাঁড়াচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শায়খ আহমাদুল্লাহর ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি লিখেন, ‘শেরপুরে বন্যা পরিস্থিতি চরম ভয়াবহ। আজ রাতেই যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের জরুরি ত্রাণ সামগ্রী। এদিকে লালমনিরহাট ও নীলফামারীতে গত কয়েকদিন ধরে ত্রাণ বিতরণ চলমান আছে। আর ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চলছে পুনর্বাসনের কাজ।’
এর আগে গত আগস্টে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের ভয়াবহ বন্যায় অসহায় মানুষকে উদ্ধার ও বন্যাকবলিতদের জন্য ত্রাণ সংগ্রহ করে ব্যাপক প্রশংসা পায় স্বেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন।