০৪ অক্টোবর ২০২৪, ১০:১৫

সিএমএইচে আহতদের চিকিৎসায় এক কোটি টাকা দিলেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা

ব্র্যাক ব্যাংক  © সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা-সহায়তা দেওয়ার লক্ষ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিজেদের চলতি বছরের আগস্ট মাসের বেতন থেকে এক কোটি টাকা অর্থ-সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংকের কর্মকতা-কর্মচারীরা।

শুক্রবার (৪ অক্টোবর) ব্যাংকটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের বড় ধরনের পরিবর্তন আসে। তবে, আন্দোলনে অনেকে প্রাণ হারানোর পাশাপাশি গুরুতরভাবে আহতও হয়েছেন হাজার হাজার মানুষ। আন্দোলনে আহত ব্যক্তিরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার তাঁদের চিকিৎসা ব্যয় বহনের প্রতিশ্রুতি দিলেও অনেকেই গুরুতরভাবে আহত হওয়ায় তাঁদের বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হচ্ছে। ফলে, উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিএমএইচে পাঠানো হয়েছে।

আরও বলা হয়েছে, আহতদের জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা উপলব্ধি করে তাঁদের সাহয়তায় এগিয়ে এসেছেন ব্র্যাক ব্যাংকের সহকর্মীরা। আহতরা যাতে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পান, সেটি নিশ্চিত করতেই এগিয়ে এসেছেন তাঁরা।

এছাড়াও আন্দোলনে নিহত মো. আবু বকর সিদ্দিক নামের এক গ্রাহকের ক্রেডিট কার্ডের বকেয়াও মওকুফ করেছে ব্র্যাক ব্যাংক। সিএমএইচে অর্থ সহায়তার পাশাপাশি ব্যাংকের সহকর্মীরা নিজেদের অর্থ দিয়ে আবু বকর সিদ্দিকের ক্রেডিট কার্ডের প্রিন্সিপাল ডিউ অ্যামাউন্টও পরিশোধ করেছেন তারা।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ‘ন্যায়সংগত ও সমতাভিত্তিক সমাজের জন্য যারা সংগ্রাম করেছেন, আমাদের অবশ্যই তাঁদের পাশে দাঁড়াতে হবে। এসব সাহসী ব্যক্তিদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সহকর্মীদের স্বপ্রণোদিত উদ্যোগে আমি গর্বিত। আমাদের এই আর্থিক সহায়তা আহতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’