সোহরাওয়ার্দী উদ্যানের সিরাত মাহফিলের সময় পরিবর্তন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৪, ১০:০২ AM
প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাচ্ছে সিরাত মাহফিল। যেখানে আলোচক হিসেবে থাকবেন দেশ বরেণ্য ইসলামি বক্তারা।
শুক্রবার বিকাল ৩টায় এই সিরাত মাহফিল হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা এক দিন পিছিয়ে আগামীকাল শনিবার (৫ অক্টোবর) হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) জাতীয় সিরাত বাস্তবায়ন কমিটি একটি বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার বিকাল ৩টায় সিরাত মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এর পরিবর্তে আগামীকাল শনিবার (৫ অক্টোবর) বিকাল ৩টায় যথারীতি এই সিরাত মাহফিল অনুষ্ঠিত হবে।
আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। মাহফিলে আপনাদের অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।