০৩ অক্টোবর ২০২৪, ১৩:৩৩

ডিসি নিয়োগে ‘লেনদেন’ প্রসঙ্গে যা বললেন জনপ্রশাসনের সিনিয়র সচিব

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মোখলেস উর রহমান  © সংগৃহীত

সারা দেশে জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে লেনদেনের অভিযোগ সংক্রান্ত যে সংবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে সেটি সত্য নয় বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) একটি জাতীয় দৈনিকে ‘ডিসি নিয়োগ কেলেঙ্কারি, আমার টাকা-পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে’ শিরোনামে ওই সংবাদ প্রকাশিত হয়।
 
ওই সংবাদের পরই দুপুরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোখলেস উর রহমান।
 
তিনি বলেন, জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে অর্থ লেনদেনের যে অভিযোগ, উঠেছে সেটি সত্য নয়। এটি একটি ফেক নিউজ। ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগ আমলে নিচ্ছি না।
 
তিনি আরও বলেন, ‘নিউজে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে সেটি আইফোনের স্ক্রিনশট কিন্তু আমি ব্যবহার করি স্যামসাং ফোন। আমি সরকারি কোনো ফোন ব্যবহার করি না।’