ঢাবিতে ‘আমাদের স্বাধীনতা: আমাদের মানচিত্র’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হল-এ ‘আমাদের মানচিত্র, আমাদের স্বাধীনতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সংস্কার সংঘের উদ্যোগে আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক, রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার।
এসময় ফরহাদ মজহার বলেন, ‘মানচিত্র ধারণাটিই উপনিবেশবাদী ধারণা, মূলত উপনিবেশবাদীরা দেশ শাসনের সুবিধার্থে এই মানচিত্রের ধারণাটি নিয়ে আসে।’ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শেকড় সন্ধানী ইতিহাস গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস লেখক মুহাম্মদ আশরাফুল ইসলাম।
ড. আবদুল ওয়াহিদের সভাপতিত্বে এবং মাহফুজ এলাহীর পরিচালনায় সেমিনারে অন্য আলোচকদের মধ্যে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড.আবদুর রব, ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক কর্নেল (অব.) আব্দুল হক, সেন্টার ফর গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট-সিজিডি এর নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম প্রমুখ।