৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২২

মায়ের ডাকের তুলির ভাইকে আটকের পর ছেড়ে দিয়েছে সেনা সদস্যরা

সাইফুল ইসলাম শ্যামল  © সংগৃহীত

গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এর আহ্বায়ক সানজিদা ইসলাম তুলির বড়ভাই সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নেওয়ার কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিয়েছে সেনাবাহিনী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রাজধানী ঢাকার শাহীনবাগের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় সেনাবাহিনীর একটি দল।

বিকাল ৫টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী।

তিনি বলেন, তার বিরুদ্ধে এলাকাবাসী রিপোর্ট করেছিল চাঁদাবাজি ও অস্ত্রবাজির। যৌথ বাহিনীর অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী তাকে আটক করে। তাকে যৌথ বাহিনীর ক্যাম্পে রাখা হয়। তাকে বিকাল ৫টার দিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান আইএসপিআর পরিচালক।

স্থানীয়রা বলছেন, ছোটভাই সাজেদুল ইসলাম সুমন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শ্যামল কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নন। সুমন দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার সময় এলাকায় এই পরিবারের ব্যাপক আধিপত্য ছিল।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে দেখা করে গুমের সব ঘটনার বিচার চান মায়ের ডাকের আহ্বায়ক তুলি। একই দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করছে মায়ের ডাক।