ঢাকাসহ ৯ জেলায় মাঝরাতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪ PM
ঢাকাসহ দেশের নয়টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলা ওপর দিয়ে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সিলেটে, ১২২ মিলিমিটার। তবে গতকাল দেশের বেশির ভাগ স্থানই ছিল বৃষ্টিহীন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহও বয়ে যায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায়, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।