সাভারে পূর্বঘোষণা দিয়ে মাজার শরিফে হামলা-আগুন
পূর্ব ঘোষণা দিয়ে সাভারের বনগ্রাম ইউনিয়নে একটি মাজারে হামলাসহ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার দুই দিন আগে মাজারটিতে হামলার ঘোষণা দেওয়া হয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকায় মাওলানা কাজী আফসার উদ্দিন বাবার বাড়ি ও মাজার শরিফে এ হামলার ঘটনা ঘটে। রিপোর্টটি লেখা পর্যন্ত মাজারে হামলা চলমান রয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুফি আত্মপ্রকাশ নামে একটি পেজ থেকে লাইভে এসে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে আইনি সহায়তা চাওয়া হয়। ফেসবুক লাইভে দেখা যায়, কয়েক শতাধিক পাঞ্জাবি টুপি পরা লোক ওই মাজার শরিফে এসে অবস্থান নেন। এ সময় ওই মাজার শরিফ লক্ষ্য করে ইটপাটকেল পাটকেল নিক্ষেপসহ আগুন দেওয়ারও চিত্র দেখা গেছে। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও আসেনি বলে জানান।
এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শাহীনুর কবির বলেন, পুলিশের ফোর্স ইতোমধ্যে সেখানে গিয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি। সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারাও যাচ্ছে। বিষয়টি দেখা হচ্ছে।