২৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭

রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার বেশি অনুদান ঘোষণা যুক্তরাষ্ট্রের

রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকার বেশি অনুদান ঘোষণা যুক্তরাষ্ট্রের  © সংগৃহীত

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৭৮ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা) অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউএনজিএর একটি ইভেন্টে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানের মধ্যে ৭০ মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি। ইউএসএআইডির ১২৯ মিলিয়নের মধ্য থেকে ৭৮ মিলিয়ন ডলার আসবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ থেকে। এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা, পরিবহন এবং বিতরণে সাহায্য করবে।   
 
যুক্তরাষ্ট্র আশা করছে, এই সহায়তা মিয়নমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচাতে সাগায্য করবে। এ ছাড়া দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রেও রোহিঙ্গাদের সাহায্য করবে এই সহায়তা তহবিল। একই সঙ্গে রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোরও সুযোগ করে দেবে। যুক্তরাষ্ট্র মনে করে, এই সহায়তা তহবিল রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত দেশে ফেরার জন্যও অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২.১ বিলিয়নই এসেছে বাংলাদেশে। এই অনুদানের ১.৩ বিলিয়ন সরাসরি পাঠানো হয়েছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে। বাংলাদেশে সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে দেশটির দূতাবাস।