পেটে-বুকে জোড়া লাগানো শিফা ও রিফার অস্ত্রোপচার সফল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেটে-বুকে জোড়া লাগানো শিফা ও রিফার অস্ত্রোপচার সফল হয়েছে। দীর্ঘ ১০ ঘণ্টায় ৮২ জন চিকিৎসক দলের অপারেশনে শিফা ও রিফাকে আলাদা করা হয়। অপারেশনের পর ভালো আছে শিফা ও রিফা নামে পৃথক হওয়া দুই শিশু।
শিফা ও রিফা বেতাগীর কাজিরাবাদ এলাকার বাসিন্দা মাহমুদা আক্তার (২৫) ও বাদশা মিয়া (৩০) দম্পতির সন্তান। গত বছরের ৭ জুন তাদের জন্ম হয়।। ২০২৩ সালের ৭ জুন জন্ম হয় বুক-পেট জোড়া লাগানো দুই শিশুর। তাদের আলাদা করার এই অপারেশনটি হয় গত ৭ সেপ্টেম্বর। তবে বিষয়টি মিডিয়ায় না জানিয়ে একরকম আড়ালে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের নেতৃত্ব দেন হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ইউনিট-৪ এর প্রধান অধ্যাপক ডা. সাহানূর ইসলাম।
আরও পড়ুন: এখন থেকে সপ্তাহে ৭ দিনই বাসে হাফ ভাড়া শিক্ষার্থীদের
রবিবার (২২ সেপ্টেম্বর) ডা. সাহানুর ইসলাম বলেন, অস্ত্রোপচারের পর বর্তমানে রিফা সুস্থ হয়ে উঠেছে, তবে শিফার রক্তে সংক্রমণ রয়েছে। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। দুই শিশুকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাতে তাদের স্বাস্থ্যের উন্নতি মনিটর করা যায়। অস্ত্রোপচার চলাকালে চিকিৎসকদের মধ্যে সহযোগিতার এক বিশেষ নজির তৈরি হয়।