ভারতে ইলিশ রফতানি নিয়ে মৎস্য উপদেষ্টার ব্যাখ্যা
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভারতে ইলিশ রফতানির যে অনুমতি হয়েছে, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নয়। এখনও ইলিশ যায়নি, মাত্র সিদ্ধান্ত হয়েছে। এ জন্য বাজারে ইলিশের দাম বাড়ার কোনো কারণ নেই।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘দেশে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ মেট্রিক টনের বেশি। রফতানির সিদ্ধান্ত হয়েছে ৩ হাজার মেট্রিক টন। কতটুকু যাবে, সেটা এখনও বলা যায় না।’
আরু পড়ুন: ভারতবিরোধী স্লোগান থেকে সরে আসছে মালদ্বীপ?
তিনি বলেন, ‘পূজার সঙ্গে ইলিশ রফতানির কোনও সম্পর্ক নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কলকাতার ব্যবসায়ীরা যোগাযোগ করেছে।’
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘ভারতে ইলিশ রফতানির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমি এখনও আমার আগের সিদ্ধান্তেই আছি যে আগে দেশের মানুষকে ইলিশ খাওয়াতে হবে, পরে রফতানি। তবে রফতানির সিদ্ধান্তের পর ইলিশের দাম বেড়ে গেলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।’
আরও পড়ুন: ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আসিফ নজরুলের পুরোনো স্ট্যাটাস ভাইরাল
আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর- এই ২২ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, প্রজনন মৌসুমে ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় জেলেদের ২৫ কেজি চালের জায়গায় সহায়তা আরও বাড়ানো হবে।’