৪৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আন্দোলনে গুলিবিদ্ধ নয়নের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ PM
কোটা আন্দোলন চলাকালে রাজধানীর কাঁঠালবাগান ঢাল এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত নয়ন মিয়া (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে মারা যান বলে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ নিশ্চিত করেছেন।
নয়ন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোব্দা এলাকায় লোকমান হোসেনের ছেলে। বর্তমানে কাঁঠালবাগান এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। ওই এলাকায় তিনি মোটরসাইকেলের একটি গ্যারাজে কাজ করতেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ বলেন, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা রয়েছে।
নয়নের শ্বশুর এরশাদুল হক বলেন, গত ৪ অগাস্ট বিকেলে নয়ন কাঁঠালবাগান ঢালের একটু সামনে বাংলামোটরের রাস্তায় যাওয়ামাত্র মাথায় গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় ওর মৃত্যু হয়।
এক সন্তানের জনক নয়ন নিজের পরিবারে তিন ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন সবার বড়।