২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৬

‘বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিসের নোটিশ দেখে খুব একটা অবাক হইনি’

বাংলাদেশ বেতার  © সংগৃহীত

বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিসের নোটিশ দেখে খুব একটা অবাক হননি জানিয়েছেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত আবৃত্তিশিল্পী ও উপস্থাপক ফারহানা তৃনা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট তিনি এ কথা বলেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনেরও জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশ বেতারে কাজ করার সুবাদে জানি, বেতারের বহির্বিশ্ব সার্ভিসে বেশ আগে থেকেই পাঁচটি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হতো─ বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালী ও উর্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত, উর্দু ও পালি বিভাগের ছাত্র-ছাত্রীদের তখন দেখতাম অনুষ্ঠান করতে।’

তিনি আরও লেখেন, ‘মাঝে এক দিন দেখলাম, আমার বিশ্ববিদ্যালয়ের পরিচিত একজন বাংলাদেশ বেতারের উর্দু সার্ভিস থেকে ইংরেজি সার্ভিসে অডিশন দিতে এসেছে! জানতে চাইলে মলিন মুখে বলেছিল, উর্দু সার্ভিস স্থগিত করে দেওয়া হবে সে জন্য। এরপর মাত্র বিগত দুই-তিন বছর উর্দু সার্ভিস বন্ধ ছিল।

‘তাই আজ যখন এই নোটিশ দেখলাম, খুব একটা অবাক হইনি! কারণ উর্দু নতুন করে চালু হয়নি; চালুই ছিল, মাঝে বন্ধ করে দেওয়া হয়েছিল।’

এ ছাড়া তিনি আরও বলেন, ‘একটু বলে রাখা প্রয়োজন, বাংলাদেশ বেতারের “কেন্দ্রীয় বার্তা সংস্থা” থেকে প্রচারিত সাংবাদ-অনুষ্ঠান অনুবাদ করে বহির্বিশ্ব কার্যক্রমের মাধ্যমে প্রতিবেশী বিদেশি শ্রোতাদের জন্য প্রচার করা হয় বাংলাদেশ সম্পর্কে জানাতে।’

এর আগে বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস ফের চালু করার জন্য সভা আহ্বান করা হয়েছে। বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) এই সভা করার নির্দেশ দেন।

দফতরের পরিচালক শাহানাজ বেগমের সই করা এক প্রজ্ঞাপন বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দফতরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) বৃহস্পতিবার বেলা ১১টায় এ সভাটি করতে নির্দেশ দেন।’

আরও বলা হয়, সভায় অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা শাখার প্রধানসহ সদর দপ্তর ও ঢাকায় ইউনিট বা কেন্দ্র প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) অনুরোধ করেন।