২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার
মশিউর রহমান  © ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মশিউর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ডিএমপি।

ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন। সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন। ডিবি কর্মকর্তা হিসেবে মশিউর ছিলেন আলোচিত।