২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪

মধ্যস্বত্ত্বভোগীর দৌরাত্ম্যে কার্যকর হয়নি মুরগি ও ডিমের ‘যৌক্তিক দাম’

মুরগী ও ডিম  © ফাইল ছবি

সরকারের বেধে দেওয়া ‘যৌক্তিক দামে’ বিক্রি হচ্ছে না মুরগি ও ডিম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সরকার নির্ধারিত দাম কার্যকর হয়নি। ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত বাজার মনিটরিং না থাকায় মধ্যস্বত্ত্বভোগীরা অতিরিক্ত মুনাফা করছে, যার চাপ নিতে হচ্ছে ভোক্তাদের।

রাজধানীর কারওয়ান বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির সর্বোচ্চ ১৮০ টাকা নির্ধারণ করা হলেও তা বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এ ছাড়া খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম ১৪২ টাকা ৪৪ পয়সা হওয়ার কথা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ডজন প্রতি ১৫৫ টাকায়। 

এদিকে, ভারতে ইলিশ রপ্তানি বন্ধেরও কোনো সুফল তারা পাচ্ছেন না ক্রেতারা। বাজারে প্রতি কেজি ইলিশ মাছ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এর জন্য সরবরাহ ঘটতিকে দুষছেন বিক্রেতারা।