আগারগাঁও-মতিঝিল মেট্রো বন্ধে তীব্র যানজট রাজধানীতে
‘অনিবার্য কারণবশত’ আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। ফলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আসছে মেট্রোরেল। আগারগাঁও থেকে মতিঝিল যাচ্ছে না। তাই যাত্রীরা আগারগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হচ্ছেন। এরপর তাঁরা হেঁটে গন্তব্যে যাচ্ছেন। যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন।
আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে বলে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিশ্চিত করেছে। ফেসবুকে ডিএমটিসিএলের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁও মেট্রো স্টেশনের আশপাশ ঘুরে দেখা যায়, মেট্রোরেল বন্ধের পর থেকে যাত্রীদের চাপ বেড়েছে সড়কে। গন্তব্যে যাওয়ার যানবাহন না পেয়ে স্টেশনের নিচে, রাস্তার পাশের ফুটপাতে, সড়ক বিভাজকে অপেক্ষা করছেন যাত্রীরা। এদিকে কিছুক্ষণ পর পর মেট্রোরেলের যাত্রীরা আগারগাঁও স্টেশনে এসে নামছেন। এতে রাস্তায় মানুষের সংখ্যা বাড়ছেই। এই রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১ টা) এমন চিত্র দেখা গেছে।
সকাল সোয়া ১১টার দিকে কথা হয় আফরিন জাহান নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর থেকে রওনা হয়েছি। আমি যাবো তেজগাঁওয়ে। বাইক রাইডের জন্য কল করেছি বেশ কয়েকবার, ওরাও রাইড ক্যান্সেল করে দিচ্ছে। এখন দেখি শেওড়াপাড়া গিয়ে সেখান থেকে বাসে উঠতে পারি কিনা।
আকাশ যাবেন কারওয়ান বাজার। তিনি বলেন, ‘কী যে এক সমস্যায় পড়লাম। আগে যদি জানতাম মেট্রো এই পর্যন্ত যাবে, তাহলে সেখান থেকেই বাসে চলে যেতাম। এখন আরও সময় নষ্ট হচ্ছে। এতো মানুষ, বাসে দাঁড়ানোরও কোনও জায়গা নেই।’
হাবিবুর রহমান নামের এক মেট্রো যাত্রী বলেন, ‘আরামের জন্য মেট্রোতে উঠেছিলাম। বাসে সিট ফাঁকা থাকলেও উঠিনি। এসির বাতাসে যাবো বলেই মেট্রোতে উঠেছি। কিন্তু এখন মনে হচ্ছে আমার বাসই ভালো ছিল।’
ইরফান নামের এক যাত্রীর অফিস কারওয়ান বাজার। দাঁড়িয়ে ছিলেন আগারগাঁওয়ের ফুটপাতে। তিনি বলেন, ‘আমি এসেছি উত্তরা থেকে। প্রতিদিন মেট্রোতে করেই অফিস যাতায়াত করি। তাই আমি জানি আমার যেতে কত সময় লাগে, সে হিসেবেই বের হই। কিন্তু আজতো সব ওলট-পালট হয়ে গেলো। অফিসে ঢোকার টাইম শেষ হয়েছেও আধা ঘণ্টার উপরে হয়ে গেলো। বাস-সিএনজি কিছুই পাচ্ছি না।’
এদিকে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল বন্ধ প্রসঙ্গে ডিএমটিসিএল এর পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘ওই পথে ভালো (বড়) রকমের একটা সমস্যা হয়েছে। এটা ঠিক করতে সময় লাগবে। মেট্রোরেল আপাতত আগারগাঁও (উত্তরা থেকে) পর্যন্ত চলাচল করছে।’
তবে শুধু মেট্রোর আশেপাশেই নয়। যানজটের এই চিত্র পুরো ঢাকা শহরেই।