কবরস্থানে মিলল গুলিসহ রিভলবার

সিরাজগঞ্জ পৌর শহরের একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলিসহ একটি পয়েন্ট টু টু ক্যালিবার রিভলবার উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জে দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমিনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রিভলবারটি উদ্ধার করে।

আরও পড়ুন: পুলিশের ছোড়া ককটেল বিষ্ফোরনে হাত হারালেন নুর হোসেন

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল ও সদর থানার এসআই সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি পয়েন্ট টুটু ক্যালিবার রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটি কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ি থেকে ১৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ দুইটি শটগান উদ্ধার হয়েছিল। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দুটির মধ্যে একটি খুবই অত্যাধুনিক ছিল বলে জানিয়েছিল পুলিশ।


সর্বশেষ সংবাদ