১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫

বজ্রপাতে কৃষকের মৃত্যু

বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি  © সংগৃহীত

চুয়াডাঙ্গা দামুড়হুদায় বজ্রপাতে শাহার আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নওদাপাড়া গ্রামের পুটিমারী খালের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মাঠে গরু চরাতে যান কৃষক আলী। এ সময় বজ্রপাত হলে শাহার আলি মারাত্মক আহত হন। পরে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, শাহার আলী নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

উল্লেখ্য, নিহত শাহার আলী একই গ্রামের মৃত নবীছদ্দীর ছেলে।