বেঁচে থাকলে আজ ১৮ বছরে পা রাখতেন ছাত্র আন্দোলনে নিহত ফারহান

ফারহান ফাইয়াজ
ফারহান ফাইয়াজ  © সংগৃহীত

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এইচএসসি ২৫তম ব্যাচের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ফারহানের নিহত হওয়ার ঘটনা আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। বেঁচে থাকলে আজ ১২ সেপ্টেম্বর ১৮ বছরে পা রাখতেন তিনি। 

এক ভাই, এক বোনের মধ্যে বড় ফারহান বন্ধুমহলেও পরিচিত ছিল তার সাহসিকতা ও পরোপকারী স্বভাবের জন্য। ফারহানের জন্মদিন নিয়ে তার বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘এবারই প্রথম ফারহানকে ছাড়াই আমরা ওর জন্মদিন পালন করছি। প্রতিবার নিজের জন্মদিন নিয়ে ও খুব এক্সাইটেড থাকত। বাবা-মা-বোনের সঙ্গে কেক কাটত। ওর মা এই দিনটাতে ওর পছন্দের সব খাবার রাঁধতেন। আবার আমরা সবাই একসঙ্গে রেস্টুরেন্টে খেতেও যেতাম।’

কান্নাজড়িত কণ্ঠে এই বাবা বলেন, ‘আমি আমার ছেলেকে হারিয়েছি। আবার ছেলের মৃত্যুর ভেতর দিয়ে শত সন্তান পেয়েছি এটাও সত্য। কিন্তু যারা আমার ছেলেসহ এত এত প্রাণ ঝরিয়ে দিলো, দ্রুততম সময়ের ভেতর তাদের বিচার চাই আমি। অন্তর্বর্তী সরকারের প্রতি আমার আস্থা আছে। তারা যেন আমাদের এই আস্থার প্রতিদান দেন।’

নিহত হওয়ার আগে ছেলের সঙ্গে সর্বশেষ কথোপকথন প্রসঙ্গে জানতে চাইলে শহীদুল ইসলাম বলেন, ‘১৭ জুলাই রাতে ও (ফারহান) পিৎজা খেতে চাইল। আমি বললাম অর্ডার করো। ডেলিভারি ম্যানের কাছ থেকে পিৎজা আমিই রিসিভ করলাম। ওকে ডেকে বললাম, তোমার পিৎজা নাও। এটাই ছিল ওর সঙ্গে আমার শেষ কথা।’


সর্বশেষ সংবাদ