জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৯ PM
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তার ভাষণ শুরু হয়েছে। এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সেনাবাহিনীর তত্ত্বাবধানে গত ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার এবং ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।
আরও পড়ুন: স্থবির ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, অভিভাবকহীন সারাদেশের ১৫৬৪ মাদ্রাসা
ক্ষমতায় আসার পর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর দুই সপ্তাহ পরে আবারও জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন তিনি।
শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক মাসপূর্তিতে গত ৫ সেপ্টেম্বর দেশবাসীকে লিখিতভাবে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন তিনি।