মাজার ব্যবসা বন্ধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত চান গোলাম মাওলা রনি
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মাজার ব্যবসা বন্ধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত চেয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে লিখেন তিনি।
গোলাম মাওলা রনি লিখেছেন, “মাজার কেন্দ্রিক ভণ্ডামি এবং মাজার কেন্দ্রিক ব্যবসা বাংলাদেশে ইসলামের যে ক্ষতি করেছে তা কোনো বিধর্মী জুলুমবাজ শাসকও করতে পারেনি। উল্লেখিত ভণ্ডামি বন্ধ করার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত হলে ভালো হয়। কিন্তু তা না করে রাতের আঁধারে ভেঙে দেয়া হলে ধর্মীয় উগ্রবাদ ছড়িয়ে পড়বে।”
আরও পড়ুন: মসজিদ-মন্দির-মাজারে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু: ধর্ম উপদেষ্টা
প্রসঙ্গত, গত কয়েকদিনে দেশে বেশ কয়েকটি স্থানে বিভিন্ন মতাদর্শ দ্বারা পরিচালিত মাজার, খানকায় হামলার ঘটনা ঘটেছে। গতকাল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় দেওয়ানবাগ মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।