রাজশাহীতে পদ্মা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার
রাজশাহীর পদ্মায় চর মাঝারদিয়ারে রবিবার (১ সেপ্টেম্বর) নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে প্রথমে চর খানপুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে রাত আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহও উদ্ধার করা হয়।
মৃতরা হলেন, চর মাজারদিয়ার এলাকার রাজু (২২), সবুজ (২০), ফারুক (১৯) ও মোহাম্মাদ আলী (৩৮)। তারা সবাই চর মাঝারদিয়ারের বাসিন্দা।
নিখোঁজ সবুজের বোনের স্বামী মেজারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের উদ্ধারে নদীতে নৌকা নিয়ে টহল দিচ্ছিলাম। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে চলে গেছে। তারা পায়নি। রাত সাড়ে ১০টার দিকে রাজু ও মোহাম্মদ আলীর লাশ ভেসে উঠে। পরে ফারুক ও সবুজের মরদেহ পানিতে ভেসে উঠে। আমরা তাদের লাশ উদ্ধার করে বাড়িতে রেখেছি। আজ দুপুরের মধ্যে চর মাজারদিয়াড়ে জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার রাত ৮টার দিকে পদ্মা নদী দিয়ে ছোট নৌকায় ১৬ জন কৃষক ও শ্রমিক টমেটোর জমিতে কাজ করে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন। এ সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ১৬ জনের মধ্যে ১২ জন সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও ৪ জন নিখোঁজ হন।