০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৩

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর শান্তকে ড. ইউনূসের ফোন

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর শান্তকে ড. ইউনূসের ফোন
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর শান্তকে ড. ইউনূসের ফোন  © সংগৃহীত

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক টেস্ট জয়ের পর জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ছয় উইকেটে জয়ের পর ফোন করেন তিনি। 

ফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সরকার ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত’। তিনি আরও বলেন, বাংলাদেশ দলকে দেশে ফেরার পর সংবর্ধনা দেয়া হবে।

এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারী ইনচার্জ শাহরিয়ার নাফিস। বাংলাদেশের সাবেক এই ওপেনার সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন।’

উল্লেখ্য, প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানো সফরকারীরা সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে।