০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫১
ষড়যন্ত্রকারীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে : উপদেষ্টা আসিফ
গার্মেন্টস শিল্পে ষড়যন্ত্র করে উস্কে দেয়া হচ্ছে উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মূলত বহিরাগতরা ষড়যন্ত্র করছে। আমরা তাদের চিহৃত করতে পেরেছি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসিফ মাহমুদ।
শ্রম উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, পরিস্থিতি দুয়েক দিনের মধ্যে স্বাভাবিক হবে। তবে ষড়যন্ত্রকারীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। এর আগে গতকাল সোমবার আসিফ মাহমুদ বলেছিলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো নিয়ে নতুন সরকার কাজ করছে। শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল ন্যায্য দাবি আলোচনা করে পূরণ করা হবে।