ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া
বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভারত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবরটি ভুয়া বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক খবরে জানানো হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যমটি। যে ছয় ছাত্রনেতার নাম এসেছে, তারা দু’দফা কোটা সংস্কার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সম্প্রতি বাংলা ভাষার গণমাধ্যমে বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। ভারতবিরোধী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। তবে সরকারি কর্মকর্তারা বলেছেন, এটি ‘ভুয়া নিউজ’।
নাম আসা ছয় ছাত্রনেতার মধ্যে রয়েছেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, ছাত্র শক্তির আহবায়ক আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং নুসরাত তাবাসসুম।
আরো পড়ুন: ভ্যানে কতজনের লাশ স্তূপ করেছিল পুলিশ, যাদের পরিচয় পাওয়া গেল
যদিও এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, তারা এ ধরনের খবর গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। এ ছাড়া নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানেন না। দেশের কোনো প্রতিষ্ঠানও প্রতিষ্ঠানও কিছু বলেনি। তারা এটিকে গুরুত্ব দিচ্ছেন না।