৩১ আগস্ট ২০২৪, ১০:২০

সীমান্তে ১২ কোটি টাকার আইস-এলএসডিসহ যুবক আটক

সীমান্তে ১২ কোটি টাকার আইস-এলএসডিসহ যুবক আটক  © সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদকসহ এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ইমন (২৩) নামের এ যুবককে আটক করা হয়। তিনি কলায়োরার রাজপুর গ্রা‌মের আব্দুস সালামের ছে‌লে।

শুক্রবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের ও বিআইপি এনসিও নায়েক হরমুজের নেতৃত্বে একটি অভিযানিক দল সীমান্তে অবস্থান গ্রহণ করে। কলারোয়া সীমান্তের ১৩/৩-এস এর ১০ আরবি থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর আসামিকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগে তল্লাশি করে ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের মূল্য ১২ কোটি টাকা।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ইমনের বিরুদ্ধে কলারোয়া থানায় আরও দুইটি মামলা রয়েছে। এ ঘটনায় আরও একটি মামলা করা হবে।