২৫ আগস্ট ২০২৪, ০৯:৪৪

ব্যানার টাঙানোয় ক্ষুব্ধ উপদেষ্টা আসিফের কড়া বার্তা

এ ছবি শেয়ার করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ  © সংগৃহীত

বড় বড় ছবিসহ নিজের ব্যানার টাঙানোয় ক্ষোভ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ব্যক্তিপূজার পুনোনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ আহবান জানিয়েছেন তিনি।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরোনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না। ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এ ধরনের প্র্যাক্টিস বন্ধ করুন।’

আরো পড়ুন: বন্যা মোকাবিলা এ মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার: ড. ইউনূস

এদিকে আরেক পোস্টে আসিফ লিখেছেন, ‘দুর্যোগ মোকাবিলায় সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ জাতীয় ঐক্যের শক্তির ধারণা দেয়। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবানে সাড়া দিয়ে দেশের প্রায় প্রতিটি সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্যগণ তাদের ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুর্যোগ পরবর্তী পানি বাহিত রোগ-ব্যধী, খাদ্য সংকট মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে।’