২৩ আগস্ট ২০২৪, ২১:১৭

ফেনীর পরিস্থিতি নিয়ে কোমর পানিতে নেমে সাইফউদ্দিনের ভিডিও বার্তা

ফেনীর পরিস্থিতি নিয়ে কোমর পানিতে নেমে সাইফউদ্দিনের ভিডিও বার্তা  © ভিডিও থেকে সংগৃহীত

জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বাড়ি ফেনী জেলায়। তার জেলাজুড়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। আকস্মিক এ বন্যায় পরিবারসহ আটকা পড়েছেন সাইফউদ্দিন। নিজের এলাকার পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে তিনি সরকারি উদ্ধারকারী বাহিনীর সাহায্য চেয়েছেন।

প্রায় কোমর সমান পানিতে দাঁড়িয়ে ফেসবুকে দেওয়া এক ভিডিওতে বলেন, ‘পুরো শহর বিদ্যুতহীন। অনেক চেষ্টার পর আমি আমার ফোনকে সামান্য চার্জ করতে পেরেছি। ঢাকা থেকে অনেকেই হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন। ফেনীর বিভিন্ন এলাকায় আপনার স্বজনরা চরম সংকটে রয়েছেন। পরিস্থিতি খুবই ভয়ানক। আমার ফোনের চার্জ ফুরিয়ে যাওয়ায় আমি আর কতক্ষণ সংযোগ রাখতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করুন।’

ভিডিওতে বন্যার্তদের সাহায্যের আরজি জানান সাইফউদ্দিন। তিনি বলেন, ‘সারা দিনে আমি বন্যা কবলিত মানুষের জন্য কোনো সরকারি উদ্ধারকারী দল বা খাদ্যসামগ্রী দেখতে পাইনি। এটা সত্যিই হৃদয়বিদারক। ফেনীকে বাঁচান। আমার গ্রামের বাড়িতে আমার অনেক আত্মীয়স্বজন আটকা পড়েছে।’

৩১ বছর হঠাৎ করে ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দিয়েছে ভারত। এতে উজানের পানিতে ভেসে গেছে বাংলাদেশের কয়েকটি জেলা। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে তা ভয়াবহ রূপ ধারণ করেছে।