বন্যার সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে: পরিবেশ উপদেষ্টা
বন্যার সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং বন্যার কারণ নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে উপদেষ্টাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বন্যা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং বন্যার কারণ নিয়ে আলোচনা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবিলার সিদ্ধান্ত হয়েছে। ত্রাণ কাজে সমন্বয় করা হবে। উপদেষ্টাদের দপ্তরগুলোও সমন্বয় করবে।’
ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, ‘বন্যার পূর্বের পরিস্থিতি এবং ভবিষ্যতে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে আজ।’
তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা ফাউন্ডেশন গঠন চূড়ান্ত করা হয়েছে। যারা বিভিন্ন সময় গুম হয়েছে তার কারণ এবং কারা দায়ী সেটা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে।’