অবৈধ সম্পদের খোঁজে দুদক, যা বললেন আশরাফুল আলম খোকন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকনের অবৈধ সম্পদ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা উপার্জনের এক অভিযোগ দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন জানিয়েছেন।
দুদকের এমন ঘোষণার পর মঙ্গলবার রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন আশরাফুল আলম খোকন। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া খোকনের পোস্ট দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘আজ খবরে দেখলাম, আমার বৈধ/অবৈধ সম্পদের অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। এখন এটা করাটাই স্বাভাবিক, এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এমন যে করবে, ৪/৫ দিন আগে আমাকে ফোন করে একজন এই তথ্য দিয়েছিলে।
আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের চাকরি ছেড়েছি সাড়ে তিন বছর। অন্যদের মতো চুপচাপ চোরের মতো জীবনযাপন করিনি। এখনো সরবই রয়েছি, দলের পক্ষে লেখালেখি করেছি, কথা বলছি। কারণ আমি জানি, আমি সৎভাবেই চলেছি।’
আশা থাকবে দুদক সঠিকটাই অনুসন্ধান করবে। সৎ সাহস নিয়ে বলতে পারি, আমার ট্যাক্স ফাইলের বাইরে পৃথিবীর কোথাও কিছু খুঁজে পাবে না’, যোগ করেন আশরাফুল আলম খোকন।’
প্রসঙ্গত, ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব পদে যোগদান করেন আশরাফুল আলম খোকন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।