বিআরটিএতে পাঁচ মিনিটেই কাজ শেষ হল, তবে কর্মকর্তাদের মন খারাপ: অমিতাভ রেজা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হতে হয় সেবা প্রার্থীদের। সেই বিআরটিএতে প্রয়োজনীয় কাজ ৫ মিনিটে শেষ হয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
আজ সোমবার (১৯ আগষ্ট) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি তার অভিজ্ঞতা জানান।
তিনি ফেসবুকে লেখেন, BRTA এর গেলাম আজ। পাঁচ মিনিটে কাজটা হয়ে গেল। সবাই নিয়মমতো কাজ করছে মনে হলো, দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না। ভালোই লাগলো।
তিনি আরো বলেন, কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ,কারন হয়তো একটাই,তাদের প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত পাঙ্গাস মাছটা কিংবা ছেলের জন্য আইসক্রিম কেক, সে কেকটা মনে হয় আপতত হচ্ছে না, মানবিক মর্যাদা নিয়ে বাচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য তার কোনো মিল নাই। মিল নাই ৫০০ কোটি ডলারের,হাজার কোটি টাকার লুট। তাই ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ কইরেন না,ন্যায় বিচার আর সামাজিক মর্যাদার পক্ষে থাকেন। বেশী জ্যামে পরলে আয়নাঘরের বিবরন শুনেন,দেখবেন হা হুতাস করবেন না, জ্যামও এখন ভালো লাগবে।