১৯ আগস্ট ২০২৪, ০৮:২০

আন্দোলনে নিহতদের তালিকা করতে তথ্য চাইলেন সারজিস

আন্দোলনে নিহতদের তালিকা করতে তথ্য চাইলেন সারজিস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়ক সারজিস আলম। এ জন্য সবার কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে এ তথ্য দেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

সারজিস ফেসবুকে লিখেছেন, ‘শহীদ ভাইদের লিস্ট করছি আমরা। কেউ যেন বাদ না যায়, তাই বারবার লিস্ট রিচেক করা হচ্ছে। আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, এমন সকলে আমাদের তালিকাভুক্ত হবে। তিনি যে বয়সের, ধর্মের, পেশার বা এলাকার হোক না কেন। তবে অবশ্যই আন্দোলনকারী হতে হবে।’

আরো পড়ুন: ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে ‘অভিযানে’ গিয়ে দেখল বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীই অনুপস্থিত

তিনি বলেছেন, ‘পুরো বাংলাদেশে আপনাদের পরিচিত এমন যে কেউ থাকলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে তার তথ্য উল্লেখ করুন। আমার কোনো শহীদ ভাইবোন যেন বাদ না পড়েন।’ নাম, অস্থায়ী-স্থায়ী ঠিকানা, মা/বাবা (না থাকলে ভাই/বোনের ফোন নাম্বার), NID/registration card নাম্বার দিতে বলেছেন তিনি।