লিভার প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন খালেদা জিয়া
লিভার প্রতিস্থাপনসহ জটিল সমস্যাগুলোর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড, পরিবারের সদস্য ও দল থেকে এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির একটি মাল্টিপল ডিজিজ সেন্টারে চিকিৎসা করাবেন তিনি।
এর আগে চেকআপ করে খালেদা জিয়ার জটিলতাগুলো কমানো হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যাবেন। তবে কোথায় কোন হাসপাতালে চিকিৎসা নেবেন– তা চূড়ান্ত হয়নি।
আরো পড়ুন: নাটোরে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা
তিনি জানান, দেড় মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। কয়েক দিন ধরে তার অবস্থা কিছুটা স্থিতিশীল। তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়। সিসিইউ সুবিধার কেবিনে তার চিকিৎসা চলছে। তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।