চাঁদের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত, আহত ৬
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১১:৩৮ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৪, ১১:৩৮ PM
রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় থুমপাড়া জুরাছড়ি উপজেলার পানকাটা ছড়া এলাকায় চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে চিনিমং মারমা (২০)। অন্যজন হলেন মনু চাকমা। গুরুতর আহতরা হলেন কালাকেতু (৫০), বর্ম চাকমা (২০), বস্তা চাকমা (৪৫), দলাইয়ে চাকমা (৪০), কেচিনো মারমা (৩৮), সুরেশ চাকমা (২৫),। তারা সবাই জুরাছড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে গন্তব্যে যাচ্ছিল। পানকাটা ছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান গাড়িচালক। আহত সাতজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে আনার পথে আরেকজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমেন্দ্র নাথ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হাসপাতালে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে আটজনকে আনা হলে দুইজনকে মৃত পাওয়া যায়। অপর ছয়জনের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছে।