১৩ আগস্ট ২০২৪, ১৮:৫১

ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের খাবার দিল ‘ইনশিরাহ ফাউন্ডেশন’

খাবার বিতরণ  © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছে ইনশিরাহ ফাউন্ডেশন। মঙ্গলবার (১৩ আগস্ট) উল্লাপাড়ার বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব পালনকরা ছাত্র-ছাত্রীদের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

জানা গেছে, সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে ইনশিরাহ ফাউন্ডেশন পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে সামাজিক নানা কাজ করে থাকেন। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ অন্যতম। 

ইনশিরাহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ

শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইনশিরাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুবায়ের সাদনান প্রতীক, সভাপতি মেহেদী হাসান স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তাদির রহমান আকাশ, সহ-সভাপতি মো: পলাশ ইসলাম, সহ-সভাপতি নয়ন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুকাইয়া রফিল উলফা , সাংগঠনিক সম্পাদক মো: রাকিব হাসান, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক মো: রজব আলী, পাঠাগার বিষয়ক সম্পাদক মো: ইসমাইল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আসিফ খান, মাকসুদা আক্তার, মো: শাহিন আলম, লিংকন হোসেন, রাজিন ইসলামসহ আরও অনেকে।