প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টার শপথ আজ
নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্র্বতীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা আজ রোববার (১১ আগস্ট) শপথ নেবেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। শনিবার রাতে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেওয়া হয়।
এর আগে রাজধানীর শিক্ষা চত্বরে বিক্ষোভ কর্মসূচি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন, সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে হবে। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি। সমন্বয়ক আবু বাকের মজুমদার আলটিমেটাম দিয়ে বলেন, রোববার সকাল ৯টা পর্যন্ত সময় দেওয়া হলো। এর মধ্যে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরো পড়ুন: কুবির প্রক্টরিয়াল বডি ও দুই আবাসিক শিক্ষকের একযোগে পদত্যাগ
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও আজ দুপুর ১২টায় শপথ নেবেন। এ ছাড়া আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে রাতে দেশে পৌঁছবেন। তিনি সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন বলে জানা গেছে। এ তিন উপদেষ্টা বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি।