নিয়োগের ১৭ দিনের মাথায় পদত্যাগ বাংলা একাডেমির মহাপরিচালকের
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের ১৭ দিনের মাথায় পদত্যাগ করলেন মো. হারুন-উর-রশীদ আসকারী।
শনিবার (১০ আগস্ট) একাডেমির জনসংযোগ উপবিভাগের উপ-পরিচালক নার্গিস সানজিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিগত ২৪ জুলাই তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাঁকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে এই নিয়োগ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
মো. হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তাঁর প্রবন্ধ ও বেশ কয়েকটি বই আছে।
অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারীর আগে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা।