আপাতত বিএনপিতে কাউকে যোগদান না করানোর নির্দেশ

অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী ও অরাজনৈতিক ব্যক্তিদের বিএনপিতে যোগদান না করাতে নির্দেশনা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হলো।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

বাংলা একাডেমিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ

সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগে অর্ধ কোটি টাকা ঘুষ দাবি জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

ঢাকা সিটি কলেজে অনিয়ম তদন্তে বাধা দিতেই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলন
