পুকুর সাঁতরে বোরকা পরে পালালেন আখাউড়ার মেয়র
দেশত্যাগী শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর এবং কার্যালয়ে হামলা চলছে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ঘটছে এমন ঘটনা। আখাউড়া পৌরসভার এক সময়ের দাপটশালী মেয়র তাকজিল খলিফা কাজলের পালানোর ঘটনা আলোচনার জন্ম দিয়েছে মানুষের মুখে মুখে।
শেখ হাসিনার দেশত্যাগের দিন গত সোমবার (৫ আগস্ট) দুপুরে মেয়র কাজলের বাড়িতে হামলা হয়। পরে পাশের পুকুরে লাফিয়ে সাঁতরে পালান তিনি। কাজলের পুকুরে সাঁতরে তার পালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে বলছেন, পুকুর থেকে উঠে বোরকা পরে তিনি তার সাঙ্গুপাঙ্গুদের সহায়তায় সীমান্তের ওপারে ত্রিপুরায় পালিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তবে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেও তার পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তাকজিল খলিফা কাজল আখাউড়া পৌরসভার মেয়রের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের খুব ঘনিষ্ঠ ছিলেন।