০৮ আগস্ট ২০২৪, ১৪:৩৪

ভারতীয় হাই কমিশনের ফেসবুক থেকে সরল শেখ হাসিনার ছবি

বর্তমান ছবি ও পূর্বের ছবি  © সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। ভারতের আস্থাভাজন হিসেবে পরিচিত তিনি। তবে দেশত্যাগের পর অনেক সম্পর্ক নতুনভাবে গড়ছে।

এতদিন বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগী শেখ হাসিনার ছবি ছিল। তবে সে ছবি সরিয়ে ভারত ও বাংলাদেশের পতাকার ছবি দিয়ে ফেসবুক কাভার  ফটো আপডেট করা হয়। 

আজ বৃহস্পতিবার ( ৮ আগষ্ট) দুপুর ২টার দিকে ‘India in Bangladesh (High Commission of India, Dhaka)’ ফেসবুক পেজ নতুন কাভার ফটো আপডেট করা হয়। 

কাভার ফটো আপডেট করার পর বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় ফেসবুক ব্যবহারকারীদের। শাহিন নামে একজন মন্তব্য করেন, ‘আশা করবো ভারত সরকার এখন উপলব্ধি করতে পারবে যে ভারত সরকার কোন দলের পক্ষ নয় বাংলাদেশ জনগণের পক্ষে থাকবে সব সময়’

এদিকে ভারতে সাময়িক আশ্রয় নিলেও শেখ হাসিনার গন্তব্য এখনো ঠিক হয়নি। তিনি ভিন্ন কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।