স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে আড়াই কোটি টাকা উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১০:২২ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৪, ১০:২৫ AM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১) থেকে আড়াই কোটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে ছাত্র-জনতা। বুধবার কাল সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে গাড়িটি আটক করা হয়।
ঢাকা-ময়মনসিংহ সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী জানান, সরকারি স্টিকার দেখে আমরা গাড়িটি জিজ্ঞাসাবাদের জন্য থামাই। এ সময় গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি। এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয়। বিকাল ৪টা ৫০ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন।
উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। ওই ব্যক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি।