০৭ আগস্ট ২০২৪, ১২:০৫

সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে হটলাইন চালু বিজিবির

বর্ডার গার্ড বাংলাদেশ  © সংগৃহীত

সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৭ আগস্ট) বিজিবির সদর দফতরের এক ক্ষুদে বার্তায় এই অনুরোধ জানানো হয়। বিজিবিকে তথ্য দেওয়ার জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে। যোগাযোগ: +8801769-600682 এবং +8801769-620954।

এছাড়াও অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বিজিবির সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ‘দেশের যেকোনো সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বাংলাদেশের সব সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।’

এছাড়া বিমানবন্দর দিয়ে পলায়ন চেষ্টায় গতকাল অনেককে আটক করা হয়েছে।