কেন ইমিগ্রেশনে আটকে দেয়া হচ্ছে হাই-প্রোফাইল ব্যক্তিদের?
বর্তমানে দেশের সকল ইমিগ্রেশন পোস্টে আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন হাই-প্রোফাইল ব্যক্তিদের। ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই-প্রোফাইল ব্যক্তি যেমন- সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে, ফিরিয়ে দেয়া হচ্ছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানায়, গোয়েন্দা সংস্থা থেকে কিছু রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ বেশ কয়েকজনের তালিকা চেক-ইন এবং ইমিগ্রেশন কাউন্টারে দেওয়া রয়েছে। পাশাপাশি প্লেনে যাত্রী ওঠা ও ফ্লাইট উড্ডয়নের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত ক্লিয়ারেন্স নিতে হয়। গোয়েন্দা সংস্থা থেকে দেওয়া তালিকায় যাদের নাম রয়েছে তাদের আটকে দেওয়া হচ্ছে।
জানা গেছে, এরইমধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বন্দরে, ছাত্রলীগের দুই নেতাকে এবং চিত্রনায়ক রিয়াজকে বিমানবন্দরে আটকে দেয়া হয়।