০৬ আগস্ট ২০২৪, ২৩:০৪
প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা হতে পারেন যারা
বাংলাদেশের প্রথম নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে বঙ্গবভনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, ড. সালেহউদ্দিন আহমেদ, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, মেজর জেনারেল (অব.) মনজুর-উল-আলম, ড. হোসেন জিল্লুর রহমানসহ আরও একাধিক বিশিষ্টজনকে উপদেষ্টা হিসেবে রাখার আলোচনা চলছে বলে জানা গেছে।
উপদেষ্টা হিসেবে আরও আলোচনায় রয়েছেন যারা: বিচারপতি (অব.) রেফায়েত আহমেদ. ড. এ কে এম জাহাঙ্গীর, তৌহিদ উদ্দিন আহমেদ, ড. বদিউল আলম মজুমদার।