০৫ আগস্ট ২০২৪, ১৬:৩৬

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

  © সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষুদ্ধ জনতা। সোমবার (৫ আগস্ট) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকা হাজার আন্দোলনকারী অবস্থান করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে পুড়ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।

এর আগে, ধানমন্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় থাকা সকল নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রধান ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে অগ্নিসংযোগ করা হয়।