০৫ আগস্ট ২০২৪, ১৬:১৩

কোথায় আছেন এমপি-মন্ত্রীরা?

  © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকা ছাত্রজনতার ঢল নেমেছে। এ পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে যাওয়ার পর কোনো মন্ত্রী-এমপির কোনো খবর পাওয়া যাচ্ছে না। এছাড়া, দ্বাদশ জাতীয় সংসদের বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্যদের ফোনেও পাওয়া যাচ্ছে না।

আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। তবে, তার সঙ্গে কোনো মন্ত্রী কিংবা এমপি ছিল না। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। 

এদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে গঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। বিকেল ৪টায় জনগণের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আন্দোলনরত ছাত্র-জনতাকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানান।